
EN
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭৯
অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭৯
প্রতীকী ছবি
আপডেট: ১৯:৩১, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
google_news
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এ বছরের সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।
এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭৯ জন ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেলেন ৮২ হাজার ৬১২ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ
0 মন্তব্যসমূহ