ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Icon কাগজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttoncopy sharing buttonprint sharing button ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি হন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মন্ত্রী। ভারত-চীন সীমান্ত সমস্যা মেটার পর এটিই প্রথম বৈঠক দুই দেশের তাদের। সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে কথা হয়েছে দুজনের। খবর আনন্দবাজারের। ২০২২ সালের জুন মাসে গালওয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই দু’দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিল। সামরিক স্তরে একাধিক বার আলোচনা হয়েছিল দু’দেশের। শেষে চলতি বছর অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্‌স শীর্ষ সম্মেলনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চল থেকে সেনা সরানোর কাজ কত দূর এগিয়েছে। সে বিষয়েই জি২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনা হয় দু’দেশের মন্ত্রীর। বৈঠকের পর জয়শঙ্কর জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে আরো উন্নত করা যায়, সে বিষয়েও কথা হয়েছে তাদের। পাশাপাশি বিশ্বের অন্য পরিস্থিতিগুলি নিয়েও আলোচনা হয়েছে। Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন চীনও চাইছে ভারতের সঙ্গে সম্পর্ককে আরো মসৃণ করতে। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরুর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রও সেই আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, চীন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পারস্পরিক ভরসা আরো বৃদ্ধি করতেও উৎসাহী দেশটি। আরো পড়ুন : যুক্তরাষ্ট্র থেকে ভারত যেতে সময় লাগবে ৩০ মিনিট ২০২০ সালের এপ্রিল থেকে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় এলএসি পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনের ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গালওয়ানে চীনের হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েক জন চীনা সেনাও নিহত হয়েছিলেন। সেখান থেকেই দু’দেশের সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়েছিল। গালওয়ান-কাণ্ডের পর থেকেই কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠক শুরু হয়েছিল। শেষে গত মাসে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ভারত ও চীন ঐকমত্যে আসে। চার বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থায় ইতি পড়ে। চুক্তি অনুযায়ী, দুই দেশই দেপসাং, ডেমচক এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। গত চার বছরে যত অস্থায়ী সেনাছাউনি তৈরি হয়েছিল, সেগুলোও সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। দু’দেশই পদক্ষেপ করতে শুরু করেছে। সেনা সরানোর চুক্তির পর এ বছরের দীপাবলিতে চীনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনাকে মিষ্টি বিনিময় করতেও দেখা গিয়েছিল।